গরু বিক্রির টাকা না দেওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নে ছেলের হাতে আফেল উদ্দীন (৬৫) নামের এক কৃষক খুন হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুজন (৩৩) পালাতক।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সাকালে ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে আফেল উদ্দীনের কাছে তার ছোট ছেলে সুজন গরু বিক্রির টাকা চায়। টাকা না দেওয়ায় সুজন ক্ষিপ্ত হয়ে বাবা আফেল উদ্দীনকে হেসো (দেশীয় অস্ত্র) দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
তিনি আরো জানান, খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে। হত্যাকারীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।