ফাগুনের মলাট

সাংবাদিক আউয়াল চৌধুরীর উপন্যাস ‘আফসানা’

সাংবাদিক আউয়াল চৌধুরীর উপন্যাস ‘আফসানা’ এসেছে অমর একুশের বইমেলায়। আউয়াল চৌধুরী সাহিত্যিক, গবেষক ও সংগঠক। তার উপন্যাস ‘আফসানা’ বেরিয়েছে ‘মুক্তদেশ’ প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন রাহমান রোমেল।

মানব সংসারের যাপিত জীবনের এক উল্লেখযোগ্য কাহিনীর চিত্রায়ন ঘটেছে এই উপন্যাসে। আফসানা উচ্চবিত্ত পরিবারের সন্তান। খোলা বাতাসের মতো উড়ো যার জীবন। হঠাৎ তার জীবনে ঘটে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। যা তাকে সমাজ থেকে ভাসিয়ে নিয়ে যায় অনেকদূরে। এই উপন্যাসের মাধ্যমে সমাজের অগণিত নারীর নীরব গোঙানির আওয়াজ শোনা যায়। যা পাঠককে চমকিত করবে। এমনই গল্প নিয়ে সমাজ সংসারের বাস্তবতা ও এক ভিন্নধর্মী গল্পের অবতারণা করেছেন লেখক।

উপন্যাস ‘আফসানা’ পাওয়া যাচ্ছে বইমেলায় ৫৪৯ ও ৫৫০ নম্বর স্টলে।