ফাগুনের মলাট

বইমেলায় নতুন বই ‘হে প্রেমময়ী নিষ্ঠুর হেমন্ত’

বইমেলায় (২০২৩) প্রকাশিত হয়েছে  সাংবাদিক ও কবি কাজী আলিম-উজ-জামানের নতুন কাব্যগ্রন্থ ‘হে প্রেমময়ী নিষ্ঠুর হেমন্ত’।

‘হে প্রেমময়ী নিষ্ঠুর হেমন্ত’ গ্রন্থটি প্রকাশ করেছে জাগতিক প্রকাশন (বইমেলায় স্টল নম্বর ৭২)। দাম ১৫০ টাকা।

গ্রন্থটি সম্পর্কে কামরুল আরেফীন লিখেছেন, আমার বন্ধু আলিম (কাজী আলিম-উজ-জামান) চুপচাপ লিখে যায়৷ ওর লেখায় নান্দনিক একটা আলসেমি আছে কিন্তু যেটুকু লেখে, তার স্বাদ মনে ভরপুর প্রশান্তি আনে। রূপক কিন্তু বাস্তবতার মিশেলে তাই তার কবিতা ভাঙাগড়া, মূর্ত বিমূর্ত, বহুমাত্রিক অনুভব ছড়ায়। কবিতার প্রতি মানুষকে আগ্রহী করে তুলে৷ আলিম, শব্দচয়ন আর উপমার ব্যবহারে সিদ্ধহস্ত। তাই তার কবিতা অনুভবের অতলান্তে পৌঁছে যায় নিমিষেই।