বিনোদন

আমার মা প্রতিদিন জমিতে ৮ ঘণ্টা কাজ করেন: কঙ্গনা

বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। কোনো না কোনো বিষয় নিয়ে বছর জুড়ে আলোচনায় থাকেন তিনি। হয় কারো সঙ্গে ঝগড়া করেন, নয়তো বা কোনো বিস্ফোরক মন্তব্য করে বসেন। এবার পর্দার আড়ালে থাকা নিজের মাকে কথা বললেন এই অভিনেত্রী। জানালেন, তার মা প্রতিদিন জমিতে কাজ করেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে পর্যায়ক্রমে মাকে নিয়ে নানা তথ্য তুলে ধরেছেন কঙ্গনা। শুরুতে এ অভিনেত্রী বলেন,  ‘মনে রাখবেন, আমার মা আমার কারণে ধনী নন। আমি একটি রাজনৈতিক, সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ীক পরিবার থেকে এসেছি। আমার মা ২৫ বছরের বেশি সময় শিক্ষকতা করছেন। ফিল্ম মাফিয়াদের বুঝতে হবে, আমার মানসিকতা কোথা থেকে তৈরি হয়েছে, কেন আমি বিয়েতে গিয়ে সস্তা নাচ করতে পারি না।’

রোববার (২৬ ফেব্রুয়ারি) কঙ্গনা তার মায়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, তার মা জমিতে কাজ করছেন। পাশাপাশি এ অভিনেত্রী লিখেন, ‘আমার মা সংস্কৃত ভাষার অধ্যাপিকা ছিলেন। এখন জমিতে প্রতিদিন ৭-৮ ঘণ্টা কাজ করেন। আমার মা ফিল্ম দেখতে যাওয়া, সিনেমার শুটিং সেটে যাওয়া, বিদেশে ঘুরতে যাওয়া কিংবা মুম্বাইতে বসবাস করতে পছন্দ করেন না। এসব কাজ যদি মাকে জোর করে করাতে চাই তাহলে আমাকে তিরস্কার করেন।’

‘‘ভিখারি মুভি মাফিয়ারা কয়েকটি টাকার জন্য বিয়ে ও আইটেম গানে নাচে; যারা আদর্শিক মানুষের কাছে ‘সততা’ বস্তুগত সম্পদের চেয়ে বেশি দামি। এজন্য আমি তাদের কখনো সম্মান করি না; কখনো করবও না।’’ লিখেন কঙ্গনা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেন, ‘‘ফিল্ম মাফিয়ারা সবসময় আমার আচরণকে অহংকারী বলেন। আমার মা আমাকে শিখিয়েছেন, কীভাবে দুটো রুটি-লবণ খেয়ে বাঁচতে হয়। কিন্তু ভিক্ষা করতে শেখাননি। যা আমার সঙ্গে যায় না তাকে ‘না’ বলতে শিখিয়েছেন। বলুন, এটা কি অহংকার না সততা? তারা আমার নাম ধরে ডেকেছে, আমাকে পাগল বলেছে। কারণ আমি অন্য নারীদের মতো গসিপ করি না, বিয়েতে নাচি না, নায়কের রুমে যাই না। এ কারণেই কি কেউ কেউ আমাকে টার্গেট করেছে, হেনস্তা করছে কিংবা আলাদা করেছে?’’

শয়তানদের ধ্বংস করার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন কঙ্গনা। তা উল্লেখ করে এই অভিনেত্রী লিখেন, ‘আমি আমার সব টাকা ফিল্মে বিনিয়োগ করেছি, আমার এখন কিছুই নাই। যখন আমার মাকে দেখি জমিতে কাজ করছেন, তখন অনুভব করি আমার সবকিছু আছে। তোমরা আমার কী ক্ষতি করবে, আমি এখানে শয়তানদের ধ্বংস করতে এসেছি। আমি আমার জন্য কিছুই চাই না। হা হা হা…।’