ফাগুনের মলাট

বইমেলায় নাহিদ আহসানের ‘মেঘজীবনের গল্প’ 

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নাহিদ আহসানের তৃতীয় বই ‘মেঘজীবনের গল্প’। জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী মিস্ত্রি। 

ঢাকা থেকে বেশ দূরের বিলঘেরা এক গ্রামে বসবাসরত কিছু গ্রামীণ মানুষের জীবনের গল্প উঠে এসেছে ‘মেঘজীবনের গল্প’  উপন্যাসে। এই উপন্যাসে আরও আছে কৈশোরের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া প্রথম বন্ধুত্বের কথা, ভালোলাগার কথা। বিলকেন্দ্রিক মানুষের জীবনের গল্প, বেঁচে থাকার গল্প বলেছেন লেখক। পাঠককে নিয়ে যাবে এক অন্য জীবনের গল্পে, গভীর জীবনবোধের এক অনন্য উপাখ্যানে।