ভারতের মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘প্রথম সাউথ এশিয়ান সেস্টোবল প্রতিযোগিতা-২০২৩’ এ অংশ নিতে ভারত পৌঁছেছে বাংলাদেশ নারী ও পুরুষ সিস্টোবল দল। এই টুর্নামেন্টে অংশ নিতে তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি)।
এই টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ২০২৩) রাতে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ নারী ও পুরুষ সেস্টোবল দল। তারা ঢাকা থেকে কলকাতায় পৌঁছায়। সেখান থেকে ট্রেনযোগে আজ বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে পৌঁছায় মহারাষ্ট্রের নাগপুরে। বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ সুস্থ আছেন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ সেস্টোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝর্না আক্তার।
তিনি আরও জানান, আগামীকাল ৩ মার্চ শুরু হবে প্রথম দক্ষিণ এশিয়ান সেস্টোবল প্রতিযোগিতা। যা চলবে ৫ মার্চ পর্যন্ত। এই প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত ও নেপাল অংশ নিবে। খেলা লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। শীর্ষে থাকা দুটি দল খেলবে ফাইনাল।
বাংলাদেশ দলের লক্ষ্য সম্পর্কে ঝর্না আক্তার আগেই বলেছিলেন, ‘আমাদের লক্ষ্য ভালো খেলা। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করা। প্রথমবারের মতো আমরা দেশের বাইরে খেলতে যাচ্ছি। অবশ্যই চাইবো ভালো কিছু করতে। ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিবো।’
বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়েছেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ‘বাংলাদেশ নারী ও পুরুষ সেস্টোবল দলের জন্য শুভ কামনা রইলো। আশা করছি তারা তিনজাতি এই টুর্নামেন্টে ভালো করবে।’
বাংলাদেশ নারী দলের হয়ে ৯ জন ও পুরুষ দলের হয়ে ১০ জন খেলোয়াড় অংশ নিবেন এই টুর্নামেন্টে। এছাড়া রয়েছেন কোচ ও কর্মকর্তাগণ।
নারী খেলোয়ড়রা হলেন- পূজা, দীপা, দুলালী, ইতি, শাহিনা, রিপা, ববি, নাজমা ও শিরিন।
আর পুরুষ খেলোয়াড়রা হলেন- মোমিন, তন্ময়, সালাম, শাহপরাণ, লিটন, রিপন, হাকিম, মৃদুল, সজীব ও রাসেল।
কোচ হিসেবে আছেন আরিফ খান। আর ম্যানেজার হিসেবে আছেন এন. ইসলাম।