প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) রক্ষণভাগের খেলোয়াড় আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার থেকে এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
এক সপ্তাহ আগে ২৩ বছর বয়সী এক তরুণী মরোক্কান এই ফুটবলারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে তখনই প্রাথমিক তদন্ত করে পুলিশ। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার হাকিমিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন তিনি ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানান।
অভিযোগ দায়েরের পর থেকে মরোক্কান এই ডিফেন্ডার পুলিশের নজরদারিতে আছেন। পাশাপাশি পুশিলের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত উক্ত তরুণীর সঙ্গে কোনোরকম যোগাযোগ না করতে বলা হয়েছে।
তার বিরুদ্ধে তদন্ত চললেও ফ্রান্স ছাড়তে কোনো বাধা নেই। এমনকি পিএসজির হয়ে খেলতেও কোনো বাধা নেই। শনিবার তিনি নান্টেসের বিপক্ষে পিএসজির হয়ে খেলবেন।
গত সোমবার হাকিমি প্যারিসে অনুষ্ঠিত ফিফা দ্য বেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন। সেখানে তিনি ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছিলেন।
যদিও এই অভিযোগ সংক্রান্ত বিষয়ে আশরাফ হাকিমি কিংবা পিএসজি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।
এদিকে হাকিমির আইনজীবি ফান্নি কলিন জানিয়েছেন, তিনি তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে নিষ্কৃতি চান। পাশাপাশি তিনি তদন্তে সব ধরনের সহযোগিতাও করবেন।