জাতীয়

গুলিস্তানে বিস্ফোরণ: নিখোঁজ মেহেদীর লাশ উদ্ধার

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ মেহেদী হাসান স্বপনের লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে ভবনের বেজমেন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ঢাকা সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, বুধবার দুটি লাশ পাওয়া গিয়েছিল। আজ (৯ মার্চ) সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। নিখোঁজ মেহেদী হাসান স্বপনের লাশ পাওয়া গেছে। 

তিনি আরও বলেন, ভবনে আর কোনো ভিকটিম নেই বলে নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার অভিযান চালানোর বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভবনের বেজমেন্টে বাংলাদেশ স্যানিটারি নামে একটি দোকানের ব‌্যবস্থাপক ছিলেন  মেহেদী। বেজমেন্টের দক্ষিণ পাশের সিঁড়ির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেলে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ওই ভবনে বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন।