রাজধানীর সিদ্দিক বাজারে সেই ভবনের নিচতলায় ঠিক কোন জায়গায় বিস্ফোরণ ঘটেছে, তা জানার চেষ্টা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (১০ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ শেষে এ তথ্য জানান সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমান।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। বিস্ফোরণে ভবনের সামনের অংশে বেজমেন্টের বিম ও পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের নিচ তলা ভেঙে চুরমার হয়ে গেছে। তবে, বেজমেন্টের ঠিক কোন জায়গায় বিস্ফোরণ ঘটেছে, সে জায়গার সন্ধান করছি আমরা। তদন্তে এখনও তা জানা যায়নি। ভবনের বাইরে ও ভেতরে পরিদর্শন করে বেশকিছু আলামত সংগ্রহ করেছি।
মিজানুর রহমান বলেন, সংগ্রহ করা আলামতগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। সেগুলো বিধি মোতাবেক পরীক্ষা করে দেখা হবে৷