শিক্ষা

রাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, কাল থেকে ক্লাস-পরীক্ষা

ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা শুরু করা আন্দোলন স্থগিত করেছেন। দুই দিন বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (১৪ মার্চ) থেকে ক্লাস ও পরীক্ষা চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

আজ সোমবার (১৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এদিকে, প্রায় ৩০ ঘণ্টার শিক্ষার্থীদের আন্দোলন থেমেছে। অনশন ভেঙেছেন আন্দোলনরত শিক্ষার্থীরাও। তারা বলছেন, ‘আমাদের দাবিগুলো লিখিতভাবে উপাচার্যকে দিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন। আমরা সেই আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করেছি।’

আন্দোলনরত শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৬টি দাবি জানিয়েছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসে আমরা আন্দোলন সাময়িক স্থগিত করেছি। আগামীকাল আমাদের সঙ্গে প্রশাসন আলোচনায় বসবে। সেই আলোচনায় যদি আমাদের দাবি দাওয়া ও এ ঘটনার সন্তোষজনক ব্যাখ্যা না পাই, তাহলে আমরা আবারও আন্দোলন চালিয়ে যাব।’ 

সোমবার (১৩ মার্চ) ক্যাম্পাস ঘুরে সুনসান নীরবতা দেখা গেছে। এদিন সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আলোচনা শেষে দুপুর দেড়টার দিকে সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় উপাচার্য বলেন, ‘স্থানীয়দের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়। এ সময় অনেক বিভাগে পরীক্ষা ছিল। ফলে আমরা দুই দিন ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিন্ধান্ত নেই। আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম আবারও যথারীতি চলবে।’