খেলাধুলা

ছিটকে গেলেন জাকির, ওয়ানডে দলে রনি তালুকদার

দুর্ভাগা জাকির হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থেকেও শুরুর আগেই ছিটকে যান ইনজুরিতে পড়ে। এতে কপাল খুলে দীর্ঘদিন দিন পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফেরা রনি তালুকদারের। সীমিত ওভারের ক্রিকেটের পর এবার রনি ডাক পেলেন একদিনের ক্রিকেটের দলে।

সিলেটে অনুশীলনের সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়েছেন জাকির। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

‘আজকে (বৃহস্পতিবার) নেটে ব্যাটিং করার সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়েছেন জাকির। এক্স-রে রিপোর্টে সূক্ষ্ম চিড় দেখা গেছে। যা থেকে সেরে উঠতে ২ সপ্তাহের মতো সময় লাগবে। যার মানে, দূর্ভাগ্যবশত ওয়ানডে সিরিজে তিনি খেলতে পারবেন না।’

জাতীয় দলের আনুষ্ঠানিকভাবে আজ সিলেটে গেলেও প্রস্তুতি ম্যাচ খেলার জন্য জাকির আগে থেকেই ছিলেন। অনুশীলনের সময় পাওয়া এই চোট ওয়ানডেতে জাকিরের অভিষেকের অপেক্ষা আরও বাড়লো।

জাকিরের জায়গায় অভিষেক হয়ে যেতে পারে রনির। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে আজ ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। ম্যাচের পরেই পেলেন জাতীয় দলে ডাক পাওয়ার সুখবর। 

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ ৮ বছর পর টি-টোয়েন্টিতে সুযোগ পান। বড় স্কোর করতে না পারলেও (২৪, ৯, ২১) ব্যাটিং অ্যাপ্রোচে দেখান সম্ভাবনা।  প্রায় ১৩ বছর ধরে লিস্ট ‘এ’ খেলা জাকিরের অপেক্ষা পুরালো। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ডাক পেলেও অভিষেক হয়নি। লিস্ট এ’তে ৩ সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে ৩ হাজার ১৪৯ রান করেছেন রনি।

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়, রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরি।