খেলাধুলা

রেকর্ডের মালা সাকিবের গলায়

দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের চূড়ায় সাকিব আল হাসান। সাকিবের আগে এ রেকর্ড গড়েছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের রান ৮১৪৬। তামিম ৭ হাজার রান করেছিলেন ২০৪ ইনিংসে। সাকিবের লাগল ২১৬ ইনিংস।

শনিবার ২৪ রানে পিছিয়ে থেকে সাকিব আয়ারল‌্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিলেন। দারুণ ব‌্যাটিং দৃঢ়তায় ৩৩ বলে পৌঁছে যান মাইলফলকে। আইরিশ পেসার কুর্টিস ক‌্যাম্পারের বল মিড অনে পাঠিয়ে দ্রুত ১ রান নিয়ে রেকর্ডের মালা নিজের গলায় পড়েন সাকিব।

স্টেডিয়ামের বড় জায়ান্ট ক্রিনে দেখানো হয় সাকিবের কৃতিত্ব। ডাগআউটে থাকা ক্রিকেটাররা করতালি দিয়ে জানান অভিনন্দন। স্টেডিয়ামে আগত দর্শকরাও দেন করতালি। তবে সাকিবকে ব‌্যাট উঠাতে দেখা যায়নি। রান ও উইকেট মিলিয়ে এলিট অলরাউন্ড ক্লাবে প্রবেশ করেছেন সাকিব।

ওয়ানডেতে সাকিবের রান ৭০০০*। উইকেট ৩০০টি। তার চেয়ে কেবল এগিয়ে সনাৎ জয়াসুরিয়া ও শহীদ আফ্রিদি। জয়াসুরিয়ার ৪৪৫ ম্যাচে রান ১৩৪৩০, আর উইকেট ৩২৩টি। আফ্রিদির ৩৯৮ ম্যাচে রান ৮০৬৪, উইকেট ৩৯৫টি। এরপর সাকিবের স্থান।

যেভাবে সাকিবের ৭০০০ রান: ১-১০০০ রান (৩৮ ইনিংস)। ১০০০-২০০০ রান (৩১ ইনিংস)। ২০০০-৩০০০ রান (৩৬ ইনিংস)। ৩০০০-৪০০০ রান (৩১ ইনিংস)। ৪০০০-৫০০০ রান (৩২ ইনিংস)। ৫০০০-৬০০০ রান (২২ ইনিংস)। ৬০০০-৭০০০ রান (২৬ ইনিংস)।

ঘরের মাঠে রান: ৩২২৭। দেশের বাইরে রান: ২২৭৮। নিরপেক্ষ ভেন্যু: ১৫০৮।

প্রিয় প্রতিপক্ষ: জিম্বাবুয়ে (১৫৪৯ রান)।

সেঞ্চুরি/হাফ সেঞ্চুরি: ৯ সেঞ্চুরি/ ৫২ হাফ সেঞ্চুরি।