জনপ্রিয় ব্যান্ড তারকা বিপ্লব নব্বইয়ের দশকে নিয়মিত গান করলেও, দীর্ঘদিন ধরে গানের জগতে তিনি অনিয়মিত। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাস করছেন।
তবে দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন গান প্রকাশ করছেন বিপ্লব। দুই মাস আগে প্রকাশ পায় তার ‘আমি অনেক দিনের পরে আবার’ শিরোনামের একটি গান। এবার আরো একটি গান প্রকাশ করতে যাচ্ছেন এই গায়ক।
নতুন গানটির শিরোনাম ‘মক্কার আজান’। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর ও সংগীত করেছেন বিপ্লব নিজেই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। ক্যামেরায় ছিলেন আনিসুর রহমান দীপু, এডিটিং করেছেন শাহীন শেখ আর কাভার ডিজাইন করেছেন মো. মাসুম বিল্লাহ।
বিপ্লব জানিয়েছেন, সব ঠিক থাকলে আসছে রমজানের প্রথম দিনে ‘মক্কার আজান’ গানটি প্রকাশ করবেন তিনি। এটি উন্মুক্ত করা হবে ‘বিপ্লব প্রো’ নামের ইউটিউব চ্যানেলে।