শিক্ষা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস এর উদ্যোগে রোববার (১৯ মার্চ, ২০২৩) ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘Preparing Yourself for ChatGPT era’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামানের সভাপতিত্বে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড ইয়ুথ প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী জনাব মুনির হাসান।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান, রেজিস্ট্রার মো. রুহুল আমিন, স্কুল অব বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. মুজাক্কীরুল হুদা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মো. সুলতানুল ইসলাম, অ্যাডমিশন অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্টের হেড মো. আব্দুল গাফফার, অফিস অব দ্যা স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস এর হেড মোহাম্মদ মঞ্জুরুল হক খান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।