রমজান মাসে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারে লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে শেয়ারবাজারে।
সোমবার (২০ মার্চ) বিএসইসি থেকে শেয়ারবাজারে নতুন লেনদেনের সময়সূচি সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, রমজানে সকাল ১০টায় লেনদেন শুরু হবে। শেষ ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশনসহ লেনদেন চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
রমজান মাস শেষ হলে আগের নিয়মে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।