অর্থনীতি

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় মিউচ্যুয়াল ফান্ডটি ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৪৩.৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৫৬.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১২.৭০ টাকা বা ২৯.২০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে হাক্কানি পাল্পের ১২.৬০ শতাংশ, ফাইন ফুডসের ১০.২৯ শতাংশ, সমতা লেদারের ৯.৪৬ শতাংশ, রংপুর ডেইরির ৯.০৫ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৬৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৫.৬৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৫.৬২ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ৫.৬০ শতাংশ এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৫.১৫ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।