প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কুটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিন হোটেলে বিএনপির তরফ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
দিদার জানান, বিভিন্ন দেশের কুটনীতিকদের সম্মানে আয়োজিত আজকের ইফতারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, দলের সিনিয়র নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।