সারা বাংলা

সিরাজগঞ্জে মাসব্যাপী বিনামূল্যে ইফতার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সিরাজগঞ্জে পবিত্র মাহে রজমান উপলক্ষে মাসব্যাপী প্রতিদিন রোজাদার পথচারী ও নিম্ন আয়ের মানুষদের ইফতার দিচ্ছেন ‘মানব সেবাই স্বপ্ন গ্রুপে’র প্রতিষ্ঠাতা সমাজকর্মী শামীম রেজা।

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে খোলা আকাশের নিচে চরে বিছানায় রাস্তায় চলাচলকারী পথচারী, হত-দরিদ্র রিকশা, সিএনজি, অটোরিকশা ও বাস চালকসহ যেকোন ব্যক্তিদের জন্য এই ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতারের আগে ধর্মপ্রাণ মানুষেরা অর্থ পাঠিয়ে সযোগিতা করেন তাদেরসহ দেশ ও জাতির উন্নতির কামনা করে বিশেষ মোনাজাত করেন সংগঠনের সদস্য মাওলানা মো. আখতারুজ্জামান। প্রতিদিন ১৫০ জন রোজাদকে ইফতার করা হয়। শনিবার (৯ম দিনে) পথচারী ও নিম্ন আয়ের রোজাদার মানুষদের ইফতার করানো হয়েছে।

শামীম রেজা বলেন, রমজান একটি পবিত্র মাস। ধর্মে কর্মে, দানে বছরের অন্য মাসের তুলনায় রমজান মাস আলাদা। রোজাদারদের ইফতার করানো সওয়াবের কাজ। এসব বিষয় নিয়ে রমজান শুরু হওয়ার ১০ দিন আগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শহরের বাজার স্টেশন এলাকায় উন্মুক্ত ইফতারের আয়োজন করতে চাই। এ বিষয়ে আমি ফেসবুকে পোস্ট দেই। এতে দেশ ও বিদেশের ফেসবুক বন্ধুদের মাঝ থেকে ব্যাপক সাড়া পাই। এ উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন করেছি। 

শামীম রেজা আরও বলেন, ২০১৭ সালে আমার পেশাগত কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে মুমূর্ষু রোগীদের রক্ত সংগ্রহ, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও অসহায়দের জন্য নিরাপদ পানির টিউবওয়েল সংগ্রহ করে দিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করি। তারপর থেকে জেলার হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসায় যেহেতু গরিব মানুষদের সন্তানেরা পড়াশোনা করে, তাই তাদের মাঝে কোরআন শরিফ দেওয়ার জন্য ফেসবুকে পোস্ট দিলে সেখানে বন্ধুদেরও ভালো সাড়া পাই। পরে অর্থ সংগ্রহ করে কোরআন শরিফ কিনে বিতরণ করে যাচ্ছি।  আমি শুধু চেস্টা করে যাচ্ছি, বাকি সব কৃতিত্ব যারা অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন।

সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়া মুন্সি বলেন, রোজা রেখে নিজের পরিবারের সঙ্গে ইফতার তো প্রতিদিনই করি। আজ এখানে বিভিন্ন শ্রেণি-পেশার, মানুষের সঙ্গে ইফতার করতে এসে আরও বেশি ভালো লাগছে। এটি অত্যন্ত আনন্দের, সকলের সঙ্গে ইফতার করে ভালো লাগলো। রমজান মাসে সবার প্রতি অনুরোধ থাকবে আসুন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত যেভাবেই হোক, সাধারণ মানুষের পাশে দাঁড়াই।