গাজীপুর প্রতিনিধি : এসএসসি পরীক্ষার ফলাফলে জেলায় সেরা দশটি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১০৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। এ প্রতিষ্ঠানের প্রাপ্ত পয়েন্ট ৮৬.৫১। দ্বিতীয় হয়েছে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি। এ ছাড়া শীর্ষ দশের অন্য স্কুলগুলো হলো পর্যায়ক্রমে এমইএইচ আরিফ কলেজ (কোনাবাড়ি), সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন হাইস্কুল, রাণী বিলাস মনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, প্রফেসর এমইএইচ আরিফ উচ্চ বিদ্যালয় (কালিয়াকৈর), গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়।
রাইজিংবিডি/১৭ মে ২০১৪/হাসমত আলী/রিশিত