শিক্ষা

চট্টগ্রাম বোর্ডের সেরা ২০ স্কুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : এবারের এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে চট্টগ্রাম বোর্ডে শীর্ষস্থানে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৬টিই নগরীর অভ্যন্তরে অবস্থিত। বাকি ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১টি সীতাকুণ্ডে, ১টি রাউজান এবং ২টি কক্সবাজারের। পাঁচটি মানদণ্ডে ১০০ পয়েন্টের মধ্যে ৯৫ দশমিক ৩৬ পয়েন্ট অর্জন করে এবারও প্রথম হয়েছে নগরীর কলেজিয়েট স্কুল। এ স্কুল থেকে ৩৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৬৮ জন শিক্ষার্থী। সামগ্রিক ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। গতবার এ প্রতিষ্ঠানটি চতুর্থ নম্বরে ছিল। এ স্কুল থেকে ৪২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৯১ জন। ৯৩ দশমিক ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করেছে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ৩২০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩১৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৯৯ জন। এরপরে রয়েছে যথাক্রমে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় (৯৩ দশমিক ৪৬), সিলভার বেলস গার্লস স্কুল (৯০ দশমিক ৬২), ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল (৯০ দশমিক ১৫), চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (৮৯ দশমিক ৫৮), ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৮৯ দশমিক ১৬), নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় (৮৮ দশমিক ০৭), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮৭ দশমিক ১৬), ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮৭ দশমিক ১২), চুয়েট স্কুল অ্যান্ড কলেজ (৮৫ দশমিক ৯৪), মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয় (৮৫ দশমিক ৬৮), চট্টগ্রাম সরকারি বালিক উচ্চ বিদ্যালয় (৮৫ দশমিক ৬১), সেন্ট প্লাসিড হাইস্কুল (৮৫ দশমিক ৪৮), কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৮৪ দশমিক ৭২), সেন্ট স্কলাসটিকা গার্লস হাইস্কুল (৮৩ দশমিক ৬৯), শহীদ লে. জে. মুশফিক বীর উত্তম হাইস্কুল (৮৩ দশমিক ৬১), কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় (৮৩ দশমিক ৩০), অপর্ণা চরণ সিটি কর্পোরেশন গার্লস হাইস্কুল (৮৩ দশমিক ২৫)।

   

রাইজিংবিডি/রেজাউল করিম/১৭ মে ২০১৪/বকুল