জিএসসিএস ইন্টারন্যাশনাল লিমিটেড শনিবার উত্তরার ঢাকা বোট ক্লাবে এক ইফতার পার্টির আয়োজন করে। এতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের দুই হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জিএসসিএস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোত্তালেব, এসএমএসের সভাপতি ও সিইও আব্দুল আলীম, লুপডট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম, জেনারেল ম্যানেজার ট্রাইটন টেক্সটাইল শামীম আহমেদ, সোনিয়া গ্রুপের পরিচালক মাহাবুবুর রহমান, জাবির ইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাদাত, বিজিএমইএর মনোয়ার প্রমুখ।
জিএসসিএস ইন্টারন্যাশনাল লিমিটেড ২০১০ সালে যাত্রা শুরু করে। জিএসসিএস প্রতিষ্ঠানটি বিভিন্ন সাস্টেইনাবল প্রোগ্রাম এবং সার্টিফিকেশন নিয়ে কাজ করে থাকে।
বিশেষ করে পণ্যের সার্কুলারিটি, রিসাইকেল্ড উপাদান, জৈব উপাদান, পরিবেশ সুরক্ষা কাজ করে এ প্রতিষ্ঠান।