সারা বাংলা

খরচ বাঁচিয়ে নিম্ন আয়ের মানুষদের ইফতার করালো বিজিবি

ইফতার পার্টি না করে খরচ বাঁচিয়ে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরতলায় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে ইফতার বিতরণ করা হয়। এই সময় ২৬০ জন নিম্ন আয়ের  মানুষদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়। 

ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় বিজিবি ব্যাটলিয়নে ইফতার পার্টি না করার সিধান্ত নিয়েছে। সেই খরচ বাঁচিয়ে সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। আগামী দিনেও এই ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইফতার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম, সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ বাহিনীটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।