জাতীয়

প্রথম নারী প্রশিক্ষক বৈমানিক ফারিয়া লারাকে স্মরণ

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি বাংলাদেশের প্রথম নারী প্রশিক্ষক বৈমানিক ফারিয়া হোসেন লারার স্মরণে রাজধানীর গুলশান সাউথ এভিনিউর এফেস রেস্তোরায় মিলিত হয়েছিল আত্মীয়বর্গ ও শুভার্থীরা।

এই বৈমানিককে স্মরণ করে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন। অনুষ্ঠানে ফারিয়া হোসেন লারার মা কথাসাহিত্যিক সেলিনা হোসেন, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, কবি কাজী রোজি, কথা ও সঙ্গীত শিল্পী গুলশান-ই-ইয়াসমীনসহ বিশিষ্টজনেরা স্মৃতিচারণ করেন।

এ ছাড়া সঙ্গীত পরিবেশন করেন কল্যাণী ঘোষ ও গুলশান-ই-ইয়াসমীন। অনুষ্ঠান পরিচালনা করেন লাজিনা মুনা। অনুষ্ঠানটির আয়োজন করে ফারিয়া লারা স্মৃতি ফাউন্ডেশন।

প্রতিভাবান ও মেধাবী ফারিয়া লারা ১৯৭৮ সালে কোরিয়ান চিলড্রেন সেন্টার পুরস্কার, ১৯৭৯ সালে ফিলিপস বাংলাদেশ পুরস্কার, ১৯৮০ সালে নিপ্পন টেলিভিশন নেটওয়ার্ক স্বর্ণপদক, ১৯৮৪ সালে ভারতের শংকর আন্তজার্তিক পুরস্কার এবং বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৪/টিপু