নিউ ইয়র্কে লোকাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ী হিসেবে বাংলাদেশি টেকনোলজি কোম্পানি রাইজআপ ল্যাবসকে স্বীকৃতি দিয়েছে জনপ্রিয় বি-টু-বি মার্কেটপ্লেস ডিরেক্টরি প্ল্যাটফর্ম ’আপসিটি’।
প্ল্যাটফর্মটির মতে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের ১৮৪টি বি-টু-বি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে পেছনে ফেলে লোকাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ অর্জনের জন্য সকল যোগ্যতার রেটিং অতিক্রম করেছে রাইজআপ ল্যাবস।
সম্প্রতি জাতীয় এবং স্থানীয় এক্সিলেন্স অ্যাওয়ার্ড বিজয়ীদের একটি সম্পূর্ণ তালিকায় বিজয়ী হিসেবে রাইজআপ ল্যাবসের নাম ঘোষণা করে আপসিটি।
রাইজআপ ল্যাবসের জন্য ২০২৩ আপসিটি লোকাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড জেতা একটি অন্যতম মাইলফলক। এটি রাইজআপ ল্যাবসের কর্মীদের জন্য অত্যন্ত তাৎপর্য বহন করে যা তাদের অক্লান্ত প্রচেষ্টার প্রমাণ বলে জানান, রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা এবং সিইও এরশাদুল হক।
আইএসও সার্টিফায়েড শীর্ষস্থানীয় টেকনোলজি কোম্পানি রাইজআপ ল্যাবস পরবর্তী প্রজন্মের (নেক্সট জেনারেশন) তথ্যপ্রযুক্তি সমাধান প্রদানের ইতিমধ্যে আরো অসংখ্য পুরষ্কার এবং স্বীকৃতি অর্জন করেছে। যার মধ্যে ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২, আপসিটি বেস্ট অব নিউ ইয়র্ক অ্যাওয়ার্ড ২০২২, বাংলাদেশ গেমিং এক্সপো ২০১৭, দ্য ম্যানিফেস্ট অ্যাওয়ার্ড বাই ক্লাচ অন্যতম।
আপসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড কী?
প্রতিবছর বিভিন্ন স্তরের নির্ভরযোগ্যতা মূল্যায়নের মাধ্যমে আপসিটি দেশ-বিদেশের বি-টু-বি পরিষেবা প্রদানকারী কোম্পানিদের একটি তালিকা প্রকাশ করে। এসব কোম্পানিদের মূল্যায়ন করার পর এবং তাদের সুপারিশযোগ্য রেটিং এর উপর ভিত্তি করে পরবর্তীতে স্কোর দেয় আপসিটি। যার ভিত্তিতে কোম্পানিগুলোকে লোকাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।