জাতীয়

স্টেশনে ২ ঘণ্টা আগে পাওয়া যাচ্ছে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট

ট্রেনের আগাম টিকিট কাটতে ব্যর্থদের জন্য স্ট্যান্ডিং টিকিট কেনার সুযোগ দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আন্তঃনগর ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে স্টেশনে পাওয়া যাচ্ছে এই স্ট্যান্ডিং টিকিট।

মঙ্গলবার (১৮ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সরোয়ার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৫ শতাংশ অতিরিক্ত যাত্রীর জন্য স্ট্যান্ডিং টিকিট দেওয়া হলেও চাপ আরও বেশি। সুলভ শ্রেণির সমপরিমাণ টাকায় দাঁড়িয়ে ভ্রমণ করার এ সুযোগ দিচ্ছে রেলওয়ে। 

স্ট্যান্ডিং টিকিটের চাহিদা কেমন, এমন প্রশ্নের জবাবে মাসুদ সরোয়ার বলেন, আমরা প্রতিটি আন্তঃনগর ট্রেনের মোট সিটের ২৫ শতাংশ অতিরিক্ত যাত্রীর জন্য স্ট্যান্ডিং টিকিট দিয়ে থাকি। বর্তমানে ঈদযাত্রায় তার চেয়েও বেশি চাহিদা আছে। 

তিনি বলেন, আজ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৫৫ জোড়া ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। এর মধ্যে বিশেষ ট্রেন চলাচল করছে তিন জোড়া। 

এদিকে, ট্রেনে দ্বিতীয় দিনের ঈদযাত্রা চলছে আজ। প্রথম দিনের মতো আজও বিলম্বে যাত্রা শুরু হয়েছে। রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ আজ ছেড়েছে ৪০ মিনিট দেরিতে। ফলে পরবর্তী আন্তঃনগর ট্রেনগুলোও কিছুটা দেরি করে ছেড়েছে।