খেলাধুলা

তাসকিনকে নিয়ে তাড়াহুড়ো নয়

শুধু যত্নই নয়, তাসকিন আহমেদকে নিয়ে বিসিবির চিকিৎসক বিভাগ এতোটাই তৎপর যে, পুরোপুরি ফিট না হলে ডানহাতি পেসারকে খেলার জন্য অনুমতিই দেবেন না তারা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কথায় পাওয়া গেল সতর্কবার্তা।

সাইড স্ট্রেইনের চোটে তাসকিন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে পারেননি। তাকে নেওয়া হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজের তিন ওয়ানডেতেও। সামনে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে তাসকিনকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। কারণ এই মুহূর্তে তাসকিন জাতীয় দলের পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন। যাকে অনুপ্রাণিত হয়ে ইবাদত, হাসান মাহমুদরা দূর্বার হয়ে উঠেছেন। তাইতো তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট নিয়ে বাড়তি সতর্ক বিসিবি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাসকিনের গ্রেড ওয়ান চোট। সাধারণত এ ধরনের সাইড স্ট্রেইন নিয়ে তিন সপ্তাহ বিশ্রামের পর আমরা আসলে মন্তব্য করতে পারি। এমনকি খুব অল্প মাত্রার সাইড স্ট্রেইন হলেও দেখা যায় যে তিন চার সপ্তাহ সময় লেগে যায়। মূলত ওর (তাসকিন) স্ট্রেইন গ্রেড ওয়ান।’

মাঠে কবে নাগাদ ফিরতে পারেন সেই সম্পর্কেও ধারণা দিতেও সতর্ক তিনি, ‘ঈদের পর তিন সপ্তাহ সম্পন্ন হবে তাসকিনের। এরপর আরও সপ্তাহ খানেক সময় লাগবে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে। আমরা এই মন্তব্য করতে পারব তিন সপ্তাহ পর, ওর কেমন উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে মাস খানেকের মতো ক্রিকেটের বাইরেই থাকবেন ক্রিকেটাররা। জুনের শেষ দিকে আফগানিস্তান ক্রিকেট দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। পুনর্বাসন শেষে শতভাগ ফিট তাসকিনকে পাওয়া যাবে সেই সময়েই।