জাতীয়

ঈদ জামাতে অংশ নিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

যথাযথ মর্যাদায় ধর্মীয় গাম্ভীর্যে সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

শনিবার (২২এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় অনুষ্ঠিত হয় প্রথম ঈদ জামাত। জামাতে অংশ নিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নেমেছ। সকাল সাড়ে ৬টার আগেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়েছে।

প্রথম জামাতের ইমামতি  করেন মসজিদের সিনিয়র ইমাম মুফতি মিজানুর রহমান। নামাজ শুরুর আগে তিনি পবিত্র ঈদুল ফিতরের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, যারা সঠিক নিয়মে সিয়াম সাধনা করেছেন এবং রোজা পরবর্তী গুনাহমুক্ত জীবনযাপন করবেন ঈদুল ফিতর আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার। তিনি মুসল্লিদের গুনাহমুক্ত জীবনযাপনের আহ্বান জানান। আরও বেশি করে এবাদত বন্দেগির তাগাদা দেন।

ধনী-গরিব সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগির আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ান, সাহায্য করুন। তাহলে আল্লাহ বেশি খুশি হবেন।

ঈদের নামাজ শেষে  দেশ, জাতি ও  ফিলিস্তিনসহ নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া মোনাজাত করা হয়।

বায়তুল মোকাররমে ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পল্টন মোড়সহ মসজিদের আশেপাশে ব‌্যাপক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়।