ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশালে একটি লোহার সেতু ধসে পড়েছে। এসময় সেতুর ওপরে থাকা একটি লরি ও প্রাইভেটকার নিচের খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন।
বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মাঈন উদ্দিন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনের লোহার ব্রিজে একটি ২৪ চাকার লড়ি ট্রান্সফরমার নিয়ে উঠলে সেতুটি ধসে পড়ে। এসময় সেতুতে থাকা একটি প্রাইভেটকারও নিচে পড়ে যায়। প্রাইভেটকারে থাকা ৫ জনের মধ্যে দুইজন আহত হয়েছেন। সেতুটি ধসে পড়ার পর অপর একটি লেন দিয়ে ঢাকা-ময়মনসিংহগামী সব যানবাহন চলাচল করছে।
ওসি আরও বলেন, লড়িটি উদ্ধারে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।