রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার একটি তেলের ডিপোতে ড্রোন হামলায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ক্রিমিয়ার প্রধান শহর সেভাস্তোপল থেকে ধোঁয়া ও অগ্নিশিখা বের হচ্ছে।
মস্কো-নিযুক্ত আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, ঘটনাস্থলে দমকলকর্মীরা রয়েছেন। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
গভর্নর মিখাইল রাজভোজায়েভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, ‘কাজাচ্যা বে জেলায় একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি একটি ড্রোন হামলার কারণে ঘটেছে।’
শুক্রবার রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়। কয়েক মাসের মধ্যে এটিই প্রথম এ ধরনের হামলা।
২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া নিজের সঙ্গে যুক্ত করে। এটি মস্কোর কৃষ্ণ সাগরে থাকা নৌবহরের প্রধান ঘাঁটি। রুশ কর্মকর্তারা একই এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর একটি ড্রোন হামলা প্রতিহত করার পাঁচ দিন পর আগুনের ঘটনা ঘটলো। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে ক্রিমিয়া বারবার হামলার মুখে পড়েছে।