আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শুধু বিদেশীরাই যে এই ষড়যন্ত্র করছে তা কিন্তু নয়। বিদেশিরা যেন ষড়যন্ত্রের মধ্যে থাকে সেজন্য দেশ থেকে তাদের কান ভারী করা হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটি বাংলাদেশের জনগণই নির্ধারন করবে। আমাদের ভবিষ্যৎও জনগণই নির্ধারন করবে।’
রোববার (৩০ এপ্রিল) দুপুরে কসবা উপজেলার টি.আলী কলেজ প্রাঙ্গনে কৃষকদের মধ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে এখন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। যার কারণে আমাদের দেশের মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। আপনারা দোয়া করেন যেন দ্রুত সব কিছু ঠিক হয়ে যায়।
এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল এহসান, পৌর মেয়র এমজি হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্চ ম্যানেজার শাহিনুর আলম প্রমুখ।
পরে মন্ত্রী জেলার ১হাজার ৮০০ জন কৃষকের মধ্যে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেন।