সারা বাংলা

বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ইউপি নির্বাচনের পূর্ব শত্রুতার জের ধরে বরগুনা সদরের আয়লা পাতাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার পাঁচ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও ১০ জন।

প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে বরগুনা থেকে একটি মাইক্রোগাড়িসহ পাকুরগাছিয়া এলাকায় দেশীয় অস্ত্রসহ আসেন ১০/১২জন দুর্বৃত্ত। তখন পনুকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় পনুর সাথে থাকা লোকজন পনুকে বাঁচাতে গেলে সংঘর্ষ হয় দুইপক্ষের। এ সময় ঘটনাস্থলেই আহত হয় উভয়পক্ষের ১০ জন। পরে স্থানীয়রা ধাওয়া দিলে পালিয়ে যায় হামলাকারীরা। এরপর তারা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ রাইজিংবিডিকে বলেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। বরিশাল নেওয়ার পথে মারা যায় শফিকুল ইসলাম পনু।

তিনি আরও বলেন, এই ঘটনায় আয়লা পাতাকাটা ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  আসামিরা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য ইতোমধ্যেই পুলিশ অভিযান শুরু করেছে।