নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্কুল ছাত্রী মুক্তি বর্মণকে (১৫) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত কাউছারকে (১৮) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৩ মে) বিকেলে উপজেলার প্রেমনগর সালিপুরা এলাকার একটি জঙ্গল থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া কাউছার ছালিপুরা কোনাপাড়া গ্রামের শামছু মিয়ার ছেলে।
আরও পড়ুন: স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয় থেকে বাড়িতে যাচ্ছিলেন স্কুল ছাত্রী মুক্তি বর্মন। এসময় কাউছার দা দিয়ে কুপিয়ে মুক্তি বর্মনকে গুরুতর আহত করে। এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মুক্তি বর্মনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিকেল ৫ টার দিকে মুক্তি বর্মনের মৃত্যু হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হারুনুর রশীদ জানান, আসামিকে একটি জঙ্গল থেকে আটক করা হয়েছে।