সারা বাংলা

১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

বৈরি আবহাওয়ার কারণে দূর্ঘটনা এড়াতে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ বন্ধ করে দেয় কর্ত্পক্ষ। 

আজ বুধবার (১০ মে) দুপুর সাড়ে ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার ১ ঘণ্টা পর আবহাওয়া স্বাভাবিক হলে বিকেল সাড়ে ৪টা থেকে আবারও লঞ্চ চলাচলাচল স্বাভাবিক হয়। 

রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নূরুল আনোয়ার মিলন। তিনি জানান, নদী উত্তাল হয়ে যাওয়ায় বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ঝুকিপূর্ণ হয়ে ওঠে। পরে আবহাওয়া স্বাভাবিক হাওয়ায় বিকেল সাড়ে ৪টা থেকে আবারও লঞ্চ চলাচল শুরু হয়। এ নৌরুটে ১৬টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন রাইজিংবিডিকে বলেন,  দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে।