প্রবাস

বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবিতে মালয়েশিয়ায় মানববন্ধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মালয়েশিয়া শাখা। 

বুধবার (২৫ মে) বিকেল ৪টার দিকে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মালয়েশিয়া শাখার সভাপতি দাতো আব্দুল রউফ লিটন বলেন, বিএনপি সব সময় হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। দেশের জনগণের প্রতি তাদের ন্যূনতম আস্থা নেই। হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে বিদেশি দূতাবাসের পা চেটে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে বিএনপি। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। এতে বিএনপি আবারও প্রমাণ করল, তারা হত্যা-হুমকির রাজনীতি বিশ্বাস করে।

বিএনপি রাজনীতির মাঠে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক। তিনি বলেন, ‘বিএনপির উদ্দেশ্য কখনোই সফল হবে না। সামনে আপনাদের (বিএনপির) আরও কঠিন পরিস্থিতি আসবে। বাংলাদেশে এখন উন্নয়নের ধারা প্রবাহিত হচ্ছে। কিন্তু, ঠিক সেই মুহূর্তে রাজাকারের সন্তান আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। আমরা চাই, তাকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মালয়েশিয়ার সহ-সভাপতি এম এম মামুন অর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন—সহ সভাপতি মুহাম্মদ মতিন সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, দপ্তর সম্পাদক সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আইনবিষয়ক সম্পাদক জান্নাতুল নাঈমা, সাংগঠনিক সম্পাদক এস এম জাকির হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস এবং প্রচার সম্পাদক আনিস মাহমুদসহ অনেকে।