আন্তর্জাতিক

তাসের ঘরের মতো ভেঙে নদীতে মিশে গেল নির্মীয়মাণ সেতু

ভারতের বিহারের ভাগলপুর জেলায় গঙ্গা নদীর উপর নির্মীয়মাণ একটি সেতু পুরোপুরি ভেঙে পড়েছে। রোববার এই ঘটনার সময় সেতুটিতে কোনও নিমার্ণকর্মী না থাকায় প্রাণহানি হয়নি। তবে সেতুটির ৩২৮ ফুট উঁচু অংশ নদীতে ভেঙে পড়ে গেছে।

ভাগলপুরের এসডিও ধনঞ্জয় কুমার জানান, রোববার ছুটির দিন থাকায় আগুওয়ানি-সুলতানগঞ্জ সেতুটির নির্মাণকাজ বন্ধ ছিল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ সেতুটির তিনটি স্তম্ভ ভেঙে পড়ে। এতে মুহূর্তের মধ্যে গোটা সেতুটিই নদীতে ধসে পড়ে। 

ধনঞ্জয় বলেন, ‘আমরা সেতুটির একাংশসহ স্তম্ভগুলি ভেঙে পড়ার খবর পেয়েছি। ভাগলপুরের পরবত্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যে নির্মাণকাজের জড়িত ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলা হয়েছে। এখনও পর্যন্ত কোনো সম্পত্তি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।’

সেতু ভেঙে পড়ার দৃশ্যটি মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেছেন এলাকায় উপস্থিত বেশ কয়েক জন। তাতে দেখা গেছে, তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে সেতুটি ভেঙে পড়ছে। এই দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ করেছেন সুলতানগঞ্জের বিধায়ক ললিতকুমার মণ্ডল। 

তিনি বলেন, ‘এটা বড়সড় গাফিলতির ফল। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে।’