খেলাধুলা

বেনজেমার পর হ্যাজার্ডও ছাড়ছেন রিয়াল

রোববার আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ ঘোষণা দেয় করিম বেনজেমা আর থাকছেন না তাদের সঙ্গে। এরপর জানা গেল ইডেন হ্যাজার্ডও থাকছেন না। চুক্তির মেয়াদ এক বছর হাতে থাকতে ঐক্যমতের ভিত্তিতে তিনি ছাড়ছেন রিয়াল।

৩২ বছর বয়সী হ্যাজার্ড ২০১৯ সালে চেলসি থেকে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। ৫ বছরের জন্য ১০০ মিলিয়ন ইউরোতে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলেন প্রিমিয়ার লিগ থেকে। কিন্তু একের পর এক ইনজুরি সমস্যার কারণে তিনি নিজের সেরাটা দিতে পারেননি এই সময়ে। এই মৌসুমে মাত্র ছয়টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। তার মধ্যে চার ম্যাচে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। গোল পাননি একটিও।

রিয়াল আসার প্রথম মৌসুম থেকেই ইনজুরি সমস্যায় ভুগতে থাকেন তিনি। এরপর অবশ্য নিজের সেরা ফর্ম ও ফিটনেস ফিরে পাননি বেলজিয়ান এই অধিনায়ক। তার পছন্দের লেফট উইং পজিশনে নিজেকে দারুণভাবে প্রমাণ করেন ভিনিসিউস জুনিয়র।

নিজের সেরাটা দিতে না পারায় হ্যাজার্ড নিজেও অনুতপ্ত। তিনি স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ালের ভক্ত-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন এ বিষয়ে।

হ্যাজার্ড অবশ্য ২০২২ ফুটবল বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন।