সারা বাংলা

তুরাগ পাড়ের এক কিলোমিটার বেদখল জমি উদ্ধার

গাজীপুরের টঙ্গী এলাকার তুরাগ নদীর তীরে অভিযান চালিয়ে বেদখল হওয়া এক কিলোমিটার জায়গা উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ। 

বুধবার (১৪ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে পাগাড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সহযোগীতা করে টঙ্গী পূর্ব থানা ও নৌ-পুলিশ। 

অভিযান চলাকালে নোমান গ্রুপের জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস কারখানার সীমানা প্রাচীর, টিনশেডের চিড়িয়াখানাসহ কয়েকটি বহুতল ভবন ভেঙে দেওয়া হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার জানান,  নোমান গ্রুপের জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস কারখানার ভেতরে নদীর সীমানা পিলার রয়েছে। কারখানা কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে পিলারের মাঝখান দিয়ে স্থাপনা নির্মাণ করেছেন। এই নদীর তীরবর্তী অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে নদীর যে গতিপথ সেটি উদ্ধার করা হবে। 

তিনি আরও জানান, বিআইডব্লিউটিএ থেকে এখানে ইকো পার্কের পরিকল্পনা করা আছে। এছাড়াও ওয়াকওয়ে তৈরি করা হবে যাতে সাধারণ মানুষ নদী পাড়ের প্রকৃতি উপভোগ করতে পারেন। 

তবে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস কারখানা কর্তৃপক্ষের দাবি, বিনা নোটিশে উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এতে কারখানাটির প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।