ফটো ফিচার

‘আমারও কাউকে প্রয়োজন’

ছোট ও বড় পর্দার নজরকাড়া অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। মডেল হিসেবে শোবিজে যাত্রা করা স্পর্শিয়া কয়েক বছর রাজত্ব করেছেন টিভি নাটকে। বর্তমানে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়েছেন। তার ধ্যান জ্ঞান আরাধনা সবকিছুই এখন চলচ্চিত্রকে ঘিরে।

চলচ্চিত্রেই ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়ে স্পর্শিয়ার এখন ছুটে চলা। ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’র মতো সিনেমায় অভিনয়ের দ্যুতি ছড়িয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। শুক্রবার (১৬ জুন) মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ফিরে দেখা’। রোজিনা পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন নিরব।

 

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ফিরে দেখা’ সিনেমাটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধকালীন সত্য ঘটনা অবলম্বনে। এর সুবাদে দীর্ঘদিন পর রুপালি পর্দায় দেখা যাবে ইলিয়াস কাঞ্চন-রোজিনা জুটিকে। সিনেমাটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তারা।

 

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব স্পর্শিয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই ছবি পোস্ট করে থাকেন তিনি। লাস্যময়ী এই অভিনেত্রীর কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

 

ছোটবেলা থেকেই অঙ্কন, উপন্যাস এবং চলচ্চিত্রের প্রতি স্পর্শিয়া গভীর অনুরাগী ছিলেন। ইউল্যাব থেকে মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজমে অনার্স করেছেন। চলচ্চিত্র পরিচালনার স্বপ্ন রয়েছে এই অভিনেত্রীর। একাধিক সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন।

 

২০১১ সালে স্পর্শিয়া তার অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনে অভিনয়ের মধ্য দিয়ে।

 

ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন স্পর্শিয়া। ‘নবাব এলএলবি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। ‘কচ্ছপ’ নামে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছেন এই অভিনেত্রী।

 

২০১৫ সালে নির্মাতা রাফসান আহসানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্পর্শিয়া। ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর পর থেকে একা জীবনযাপন করে আসছেন। তবে পরিবার থেকে নিয়মিত বিয়ের চাপ দেন।

 

বিয়ের বিষয়ে স্পর্শিয়া বলেন— ‘আমি বিয়ের পরিকল্পনা করেছি, তবে এ বছর নয়। আগামী বছর সুখবর দেব। নিজেও একটু থিতু হতে চাই। আমারও কাউকে প্রয়োজন।’