সারা বাংলা

ভিউ বাড়াতে মোটরসাইকেল কবর দেওয়ার নাটক 

শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে পছন্দের গাড়ি না পেয়ে রাগে মোটরসাইকেল কবর দেওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এনিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কিন্তু প্রকৃতপক্ষে ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট। শুধুমাত্র অনলাইনে ভিউ পেতে এমন ভিডিও তৈরি করেছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ইলিয়াস মিয়া (৩০) নামে এক যুবক।

ইলিয়াস উপজেলার শাকুয়াই ইউনিয়নের খালপাড় এলাকার খোকন মিয়ার ছেলে। পেশায় তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর।

শনিবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়। 

ওসি সুমন চন্দ্র জানান, বিষয়টি অনলাইনে আমারও নজরে আসে। পরে খোঁজ নিয়ে জানতে পারি ইলিয়াস নামে এক যুবক বিভিন্ন বিষয় নিয়ে ফানি ভিডিও তৈরি করে অনলাইনে আপলোড করেন। এটাও তার একটা ফানি ভিডিও। প্রকৃতপক্ষে তিনি এখনো অবিবাহিত। সে ক্ষেত্রে যৌতুকের তো প্রশ্নই ওঠে না। তবে ভবিষ্যতে তাদের এই ধরনের ভিডিও আপলোড করার ক্ষেত্রে আরও সচেতন হতে সতর্ক করা হয়েছে।’ 

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৩ জুন) উপজেলার শাকুয়াই ইউনিয়নের খালপাড় এলাকার নিজ বাড়ির পাশে মোটরসাইকেল কবর দিয়ে দুটি ভিডিও তৈরী করে ফেইসবুকে শেয়ার করেন ইলিয়াস। এরপর থেকে বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে ইলিয়াস মিয়া বলেন, ‘আমি ২০১৭ সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরী করি। আমার কয়েকটি ফেসবুক পেইজ আছে। আমি মূলত ফানি ভিডিও তৈরী করি। মোটরসাইকেল কবর দেয়ার ভিডিওটি প্রথমে বিডি আকিকুল নামে একটি পেজে শেয়ার করি। কিন্তু, তেমন ভিউ বা শেয়ার হয়নি। পরে ওই ভিডিওটি নেগেটিভভাবে উপস্থাপন করে মেজো ভাই নামে ফেসবুক পেজে শেয়ার করি। সেই পেজ থেকে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। সেই ভিডিও থেকে ২০ হাজার টাকা আয় করেছি। অনেকেই ভিডিওতে অনেক নেতিবাচক কমেন্ট করেছেন। কেউ কেউ আবার শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে, কে কী বলল সেটা আমার দেখার বিষয় না।’