খেলাধুলা

পূজারা পড়লেন বাদ, জয়সাল-ঋতুরাজ-মুকেশ পেলেন প্রথমবার ডাক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে আজ শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সাল ও মুকেশ কুমার। বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা ও উমেশ যাদব। আর মোহাম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন নবদীপ সাইনি।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পূজারা ৩ নম্বরে ব্যাটিং করে ৩৫ ও ১৪ রান করেন। তার পরিবর্তে উইন্ডিজ সফরে তিনে ব্যাট করতে নামতে পারেন জয়সাল কিংবা ঋতুরাজ।

ধারনা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু তেমনটি করা হয়নি। যথারীতি অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। আর তার সহকারী হিসেবে আছেন আজিঙ্কা রাহানে।

জয়সাল অবশ্য এর আগে স্ট্যান্ডবাই হিসেবে ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে ছিলেন। দলের সঙ্গে লন্ডনেও গিয়েছিলেন। এবার প্রথমবার ডাক পেলেন দলে। এবার তার জাতীয় দলে অভিষেকও হয়ে যেতে পারে। জয়সালের মতো মুকেশও ভারতের হয়ে এখনো খেলেননি। অন্যদিকে ঋতুরাজ এর আগে ১০টি সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন ভারতের জার্সি গায়ে। সবশেষ গেল বছর তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ হিসেবে এই দুটি টেস্ট খেলবে ভারত। ১২ জুলাই রুজুইতে প্রথম ও ২০ জুলাই পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সাল, কেএস ভরত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, ইশান কিষাণ (উইকেটরক্ষক) ও নবদীপ সাইনি।