সারা বাংলা

কোরবানির জন্য প্রস্তুত শাহিয়াল জাতের ৫ ষাঁড় 

ঈদুল আজহাকে সামনে রেখে বিক্রির জন্য মুন্সীগঞ্জের সিরাজদিখানে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে ৬ থেকে ৭ মণ ওজনের শাহিয়াল জাতের পাঁচটি ষাঁড় প্রস্তুত করেছেন এক খামারি।

জানা গেছে, ক্রেতাদের কাছে দেশি শাহিয়াল জাতের গরুর চাহিদা সবচেয়ে বেশি। 

সোমবার (২৬ জুন) উপজেলার দানিয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, কোরবানির হাটে বিক্রির জন্য খামারে ৫টি ষাঁড় প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবার খাইয়ে প্রস্তুত করা হয়েছে। ৬-৭ মণ ওজনের ষাঁড়গুলো সর্বনিম্ন ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রির আশা করা হচ্ছে।

খামারি অহিদুল ইসলাম জানান, কোরবানি ঈদকে সামনে রেখে এক বছর ধরে গরুগুলো পালন করছেন। খামারের গরুগুলোকে সুস্থ রাখতে খড়, তাজা ঘাস, খৈল, কুড়া, ভুষি ও ভুট্টাসহ বিভিন্ন পুষ্টিকর খাবার দিয়ে যত্ন নেন তিনি।