‘একবার কোরবানি দেয়ার জন্য একটি গরু কিনে নিয়ে আসছি। গরুটির রং কালো ছিল। কোরবানির বেশ কয়েকদিন আগেই গরুটি কিনে বাড়িতে আনা হয়। আমি সারাক্ষণ সেই গরুর সঙ্গে থাকতাম। গরু নিয়েই যেন আমার সময় কেটে যেত। এক সময় গরুটির প্রতি ভালোবাসা জন্মায়। আমার ধারণা হয়, গরুটা আমরা পালব।’ ছোটবেলার ঈদুল আজহার স্মৃতিচারণ করতে গিয়ে কথাগুলো বলেন চিত্রনায়ক ফেরদৌস।
বিপত্তি বাধে ঈদুল আজহার দিন। কারণ প্রিয় গরুটি জবাই করা হোক তা চাননি ফেরদৌস। তার ভাষায়— ‘কোরবানির দিন বাবা গরু গোসল করিয়ে জবাই করতে নিয়ে গেলেন। তখন আমি মানতেই পারছিলাম না যে, গরু জবাই করা হবে। তখন বাবা আমাকে বুঝালেন, প্রিয় পশুকেই কোরবানি দিতে হয়। গরুটি যেহেতু আমাদের প্রিয় তাই, এটা দিয়েই কোরবানি দিতে হবে। এরপরও অনেক খারাপ লেগেছিল। বিষয়টি মনে পড়লে এখন খুব হাসি পায়।’
চিত্রনায়ক ফেরদৌস এখন আর গরুর হাটে যান না। তিনি বলেন, ‘এখন ব্যস্ততার কারণে গরুর হাটে যাওয়া হয় না। দূর থেকে গরু দেখতেই ভালো লাগে। কোরবানির আগে গরু কিনে নিয়ে এলে দূর থেকেই দেখি গরুটি কেমন করছে? কী খাচ্ছে? খুব মিস করি ছোটবেলার কোরবানির ঈদের দিনগুলো।’