সারা বাংলা

৬৫ হাজার টন কয়লা নিয়ে মাতাবাড়িতে ‌‘এমভি এলএমজেড অ্যাটলাস’

ইন্দোনেশিয়া থেকে ৬৫ হাজার ২০ টন কয়লা নিয়ে মাতাবাড়িতে এসেছে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ ‘এমভি এলএমজেড অ্যাটলাস।’ মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব পাইলটের তত্ত্বাবধানে জাহাজটি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর সংলগ্ন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙর করে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, আজ মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য ‌‘এমভি এলএমজেড অ্যাটলাস’ নামক জাহাজে ৬৫ হাজার ২০ টন কয়লা আমদানি হয়েছে। জাহাজটি আজ দুপুরে মাতারবাড়ি জেটিতে নোঙর করেছে। মাতাবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা এটি ষষ্ঠ জহাজ। এখন পর্যন্ত ছয়টি জাহাজে প্রায় সাড়ে ৩ লাখ টন কয়লা আমদানি হয়েছে। 

তিনি আরও জানান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে  জাহাজ থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কয়লা খালাস করা হবে। আগামী ৪ দিনের মধ্যেই জাহাজের কয়লা খালাস সম্পন্ন হবে।