সারা বাংলা

‘‌‌উত্তরবঙ্গে ৫০ লাখ গাছ লাগাবে কৃষকলীগ’

বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু বলেছেন, ‌মানুষের পুষ্টির চাহিদা পূরণ, আর্থিক স্বচ্ছলতা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তিন ধরনের গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে কৃষক লীগ। তারই ধারাবাহিকতায় আমারা উত্তরবঙ্গে ৫০ লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করে দিয়েছি।'

শনিবার (৮ জুলাই)  দুপুরে বদরগঞ্জ উপজেলা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

বিশ্বনাথ সরকার বলেন, ‌আমি আমার নিজ এলাকার মানুষের পাশে থাকতে চাই। আমার দুই উপজেলা বদরগঞ্জ ও তারাগঞ্জ এলাকাকে সবুজায়ন করতে দুই উপজেলার বিভিন্ন এলাকায় দেড় লাখ গাছ লাগানো হবে। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে বনায়ন ছিলো মাত্র ৭ ভাগ। বৃক্ষরোপণ কর্মসূচির কারণে বর্তমানে দেশে বনায়ন রয়েছে প্রায় ১৭ ভাগের ওপরে। এটি ২৫ ভাগ করার লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এর বাইরে ১৯৮৪ সাল থেকেই প্রতিবছর পহেলা আষাঢ় বৃক্ষ রোপণ করে আসছে আওয়ামী লীগ। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগের সদস্য লুৎফুল বারী আল ওসমানী, জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি, জেলা কৃষক লীগের আহ্বায়ক প্রাণকৃষ্ণ গোস্বামী পান্নু, সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, বদরগঞ্জ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যাপক সুনীল চন্দ্র সরকার প্রমুখ।