সারা বাংলা

কুকুরে কামড়ানো গাভির মাংস বিক্রির চেষ্টা, দেড় লাখ টাকা জরিমানা

কুকুরে কামড়ানো একটি গর্ভবতী গাভিকে জবাইয়ের পর মাংস বিক্রির চেষ্টাকালে এক গরু ব্যবসায়ী ও মাংস বিক্রেতাকে দেড়লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।

জরিমানা হওয়া ব্যবসায়ী হলেন- মাংস বিক্রেতা সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের লাল চাঁনের ছেলে সাগর আলী ও গরু ব্যবসায়ী ঘিওর উপজেলার কলতা গ্রামের সাগর বেপারি।

আসাদুজ্জামান রুমেল জানান, গতকাল গরু ব্যবসায়ী সাগর বেপারি জেলার ঘিওর থেকে কুকুরে কামড়ানো গর্ভবতী গাভিটি জবাই করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাংস ব্যবসায়ী সাগর আলীর কাছে নিয়ে আসেন।  গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি আগেই জানতে পারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকালে অভিযান চালিয়ে সদর উপজেলার জয়রা গ্রামে মাংস ব্যবসায়ীর বাসা থেকে পিকআপসহ গরুটি জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় গরু ব্যবসায়িকে ১ লাখ টাকা ও মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত গরুর মাংস পৌরসভার ময়লার ভাগারে ফেলা হয়।