জাতীয়

হিরো আলম ছাড়া অন্য ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কোনো নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাতিলের বিধান রয়েছে বলে জানিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান।

সে হিসেবে সদ্য অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে হিরো আলম ছাড়া অন্য ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম) ২৩ হাজার ২০৭ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের কাছে পরাজিত হয়েছেন।

আতিয়ার রহমান জানান, এই নির্বাচনে ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি। এর আট ভাগের এক ভাগ হলো ৪ হাজার ৬৭৮ ভোট।

নির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) পেয়েছেন পাঁচ হাজার ৬০৯ ভোট, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট।

লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান ১ হাজার ৩২৮, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন ৬৪, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ২০২, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভুইয়া ৫২ ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৯২৩ ভোট পেয়েছেন। এক্ষেত্রে হিরো আলম ছাড়া অন্য ছয় প্রার্থীর জামানত বাতিল হয়েছে।