সারা বাংলা

শেরপুরে হাতির অভয়ারণ্য হচ্ছে: বনমন্ত্রী শাহাবুদ্দিন

শেরপুরে হাতি ও মানুষের দ্বন্দ নিরসনে হাতির করিডোর চিহ্নিতকরণ এবং হাতির অভয়ারণ্য তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। 

শনিবার (২২ জুলাই) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় উদ্যানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। 

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যে শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন বনমন্ত্রী। অনুষ্ঠান শেষে স্কুল শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। পরে মন্ত্রী মেলার স্টল ঘুরে দেখেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপ প্রধান বন সংরক্ষক মো. গোবিন্দ রায়, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মুহম্মদ নিশাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান।