খেলাধুলা

এমবাপ্পের জন্য রেকর্ড পরিমাণ অর্থের প্রস্তাব দিলো আল হিলাল

প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) স্ট্রাইকার কালিয়ান এমবাপ্পের জন্য রেকর্ড পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। তারা ফরাসি এই তারকাকে পেতে ৩০০ মিলিয়ন ইউরো তথা ৩৩২.৫৩ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি।

এমবাপ্পে অবশ্য রিয়াল মাদ্রিদে যোগ দিতে মুখিয়ে আছেন। কিন্তু গেল মৌসুমে তাকে দলে ভেড়াতে ব্যর্থ হয় রিয়াল। এবার তার জন্য টাকার বস্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়ে রাখলো আল হিলাল।

কেবল এখানেই শেষ নয়, তিনি সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিলে রেকর্ড পরিমাণ বেতনও পাবেন।

নতুন কোচের তত্ত্বাবধানে পিএসজি বর্তমানে মৌসুম পূর্ব প্রস্তুতি ম্যাচ খেলতে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করছে। কিন্তু দলের সঙ্গে নেই এমবাপ্পে। তাকে বিক্রির চেষ্টা করছে ফরাসি ক্লাবটি। তাছাড়া জানা গেছে, নতুন কোচ লুইস এনরিক কেবল সেসব খেলোয়াড়দের নিয়েই সফরে গেছেন যারা দলের জন্য নিবেদিতপ্রাণ।

অবশ্য পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ আরও এক বছর রয়েছে। পিএসজি তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইলেও বিশ্বকাপজয়ী স্ট্রাইকার বাড়াতে চাচ্ছেন না মেয়াদ। গুঞ্জন রয়েছে তিনি ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। শেষ পর্যন্ত এবারও যদি তিনি রিয়ালে যেতে না পারেন তাহলে ২৪ বছর বয়সী এই তারকাকে আরও এক মৌসুম পিএসজির হয়েই খেলতে হবে।