সারা বাংলা

বরিশাল বোর্ডে বেড়েছে পাসের হার

এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। যা গত বছরের তুলানায় শূন্য দশমিক ৫৭ শতাংশ বেশি। তবে, এবছর এই শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ৪৫৭ জন। 

শুক্রবার (২৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

অরুন কুমার গাইন জানান, বরিশালে এবার মোট পরীক্ষার সংখ্যা ছিল ৯১ হাজার ৯৭৯ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নেন ৯০ হাজার ১৯৬ জন। পাস করেছেন ৮১ হাজার ৩৩৯ জন। আর বহিষ্কার হয়েছেন ৪৫ জন।

বিভাগের ৬ জেলার ১৪৭৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দেন। এরমধ্যে ২৩১ টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছেন। এছাড়া কেন্দ্র ছিলো ১৯০টি।

এদিকে, পাশের হার বাড়লেও এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে। এবারের পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ৭৬৮ জন।