সারা বাংলা

দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৬.৮৭%

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গত বছরের চেয়ে পাসের হার কমেছে। এই বোর্ডে চলতি বছরে পাস করেছে ৭৬ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১৭ হাজার ৪১০ জন শিক্ষার্থী। 

এবার পাসের হারসহ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়েছে মেয়েরা।

শুক্রবার (২৮ জুলাই) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ডে ২ লাখ ২ হাজার ৪৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থী পাস করেছে।